ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় মৃত্যুর সংখ্য বেড়ে ২৩ জনে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েক দিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের ১১ জেলায় সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। সোমবার (২৬ আগস্ট) বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যাকবলিত ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের ৭৪ উপজেলার ৫৫০ ইউনিয়ন ও পৌরসভায় এখনেও পানিবন্দি ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি পরিবার। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭ লাখ এক হাজার ২০৪ জন।

এদিকে, সোমবার (২৬ আগস্ট) পর্যন্ত বন্যায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয় কুমিল্লায়। এ জেলায় বন্যায় ছয় জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মারা গেছে ৫ জন।

এছাড়া নোয়াখালীতে মারা গেছে ৫ জন, কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া,খাগড়াছড়ি, ফেনী ও লক্ষ্মীপুরে বন্যায় একজন করে মারা গেছে। বন্যায় মৌলভীবাজারে দুইজন নিখোঁজ রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২৬ আগস্ট) পর্যন্ত তিন হাজার ৮৩৪টি আশ্রয়কেন্দ্রে চার লাখ ৬৯ হাজার ৫২৩ জন আশ্রয় নিয়েছে। এর পাশাপাশি বন্যাকবলিত ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে ৬৪৫টি মেডিকেল টিম কাজ করছে। অন্যদিকে, বন্যাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৯০৭টি গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বন্যায় মৃত্যুর সংখ্য বেড়ে ২৩ জনে

সংবাদ প্রকাশের সময় : ০৪:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

কয়েক দিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের ১১ জেলায় সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। সোমবার (২৬ আগস্ট) বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যাকবলিত ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের ৭৪ উপজেলার ৫৫০ ইউনিয়ন ও পৌরসভায় এখনেও পানিবন্দি ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি পরিবার। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭ লাখ এক হাজার ২০৪ জন।

এদিকে, সোমবার (২৬ আগস্ট) পর্যন্ত বন্যায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয় কুমিল্লায়। এ জেলায় বন্যায় ছয় জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মারা গেছে ৫ জন।

এছাড়া নোয়াখালীতে মারা গেছে ৫ জন, কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া,খাগড়াছড়ি, ফেনী ও লক্ষ্মীপুরে বন্যায় একজন করে মারা গেছে। বন্যায় মৌলভীবাজারে দুইজন নিখোঁজ রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২৬ আগস্ট) পর্যন্ত তিন হাজার ৮৩৪টি আশ্রয়কেন্দ্রে চার লাখ ৬৯ হাজার ৫২৩ জন আশ্রয় নিয়েছে। এর পাশাপাশি বন্যাকবলিত ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে ৬৪৫টি মেডিকেল টিম কাজ করছে। অন্যদিকে, বন্যাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৯০৭টি গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।