বন্যার শঙ্কা, আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
আগামী আগস্ট মাসে দেশে বন্যার আবারও আশঙ্কা রয়েছে জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ জুলাই) একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, চতি বছর বন্যার আশঙ্কা রয়েছে। তাই সবাইকে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে হবে।
সভা শেষে এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম। তিনি আরও বলেন, দেশের মানুষকে বন্যা থেকে রক্ষার জন্য আমাদের আগাম প্রস্তুতি নিতে বলেছেন। এ ছাড়া দেশের সব ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থানার অবকাঠামো উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
একনেক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেছেন, পুলিশের থানার অবস্থা বেহাল। যারা আমাদের নিরাপত্তা দেয় তারা যদি অনিরাপদ থাকে তাহলে তারা কীভাবে নিরাপত্তা দেবে? এজন্য দেশের সব ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থানা উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে।