বন্যার পানিতে ২৭৭ কোটি টাকার মাছ ভেসে গেছে
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
অতিবৃষ্টি ও পাহাড়ী চলে চট্টগ্রামের মাছ চাষীরা চরম ক্ষতির সন্মুখীন হয়েছে। পানির স্রোতে ভেসে গেছে তাদের কোটি কোটি টাকার মাছ। গত কয়েকদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টি এবং পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি,সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজানসহ বিভিন্ন উপজেলার মৎস্য চাষের পুকুর, দিঘি ও মৎস্য হ্যাচারির মাছ ভেসে গেছে।
এরমধ্যে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরসরাই উপজেলায়। বিশেষ করে এসব এলাকায় বন্যার পানিতে প্রায় ২৭৭ কোটি টাকার মাছ ভেসে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরসরাই মুহূরী মৎস্য প্রজেক্টের চাষীরা।
চট্টগ্রাম জেলা মৎস্য অফিসার শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে ভেসে গেছে চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, সীতাকুন্ডসহ বিভিন্ন উপজেলার মৎস্য চাষের পুকুর, দিঘি, মৎস্য হ্যাচারির মাছ। এতে মৎস্য বিভাগের তাৎক্ষণিক হিসেবে ক্ষতি হয়েছে প্রায় ২৭৭ কোটি টাকা।
জানা গেছে, চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬ হাজার একর আয়তনের মুহূরী মৎস্য প্রজেক্টের সব মাছ পানিতে ভেসে গেছে।
স্থানীয় চাষীরা জানান, তাদের প্রতি একরে গড়ে ১০ লাখ টাকার মাছ থাকে। সে হিসেবে ক্ষতি প্রায় ৬০০ কোটি টাকার। জেলা মৎস্য অফিসের হিসাবে মিরসরাইয়ে মৎস্য খাতে ক্ষতি প্রায় ১৪২ কোটি টাকা।
এদিকে, বৃষ্টি ও বানের পানিতে বেশি ক্ষতি হয়েছে ফটিকছড়িতে। উপজেলায় মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ কোটি ১০ লাখ টাকা। হাটহাজারীতে বানের পানিতে ভেসে গেছে ১২ কোটি টাকার মাছ। রাউজানে মৎস্য বিভাগের তাৎক্ষণিক হিসেবে ক্ষতি নিরুপণ করা হয়েছে প্রায় ৭ কোটি ৬৫ লাখ টাকা।