সংবাদ শিরোনাম ::
বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
আহমদ বিলাল খান, রাঙামাটি
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
রাঙ্গামাটিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার পানিতে ডুবে সিরাতুল মুনতাহা নামের ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাঘাইছড়ি উপজেলার ৩ নং ওয়ার্ডের মুসলিম ব্লক কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিশুর পিতা মো. নুর হোসেন৷
স্থানীয়রা জানান শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন এ সময় সে ঘরের বাহিরে খেলা করছিলো কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে ভাসতে দেখেন, পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়।