বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবি ডিএসইসি’র
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনতে অবিলম্বে বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছে ঢাকা সাব- এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। দ্রæত সময়ের মধ্যে বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার কথা জানান সংগঠনটি।
বুধবার (৭ আগষ্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা সাব- এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এ দাবি জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমবিরোধী আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। এই আইন গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী। এসব কালাকানুন ও স্বৈরশাসনের কবলে পড়ে গণমাধ্যম এখন অস্তিত্বের সংকটে পড়েছে। দপ্তর সম্পাদক মো. জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
দৈনিক দিনকাল, আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ বন্ধ মিডিয়া খুলে দিতে হবে। সেই সাথে সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল করতে হবে।