সংবাদ শিরোনাম ::
কাশিমপুর কারাগার
বন্দী পালানোর ঘটনার জেল সুপার প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
বন্দী পালানোর ঘটনার পর কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে তার জায়গায় নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ভারপ্রাপ্ত হিসেবে নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে কাশিমপুর কারাগার থেকে ২০৯ জন বন্দী পালিয়ে যায়। এ সময় কারারক্ষীদের গুলিতে ৬ জন নিহত হয়।
এদিকে, বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টার পর জেলা কারাগারে বিক্ষোভ করেন বন্দীরা। এ সময় কারাগারের বাইরে থেকে গুলির শব্দ শোনা যায়।