বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সোয়া ২ কোটি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘন্টায় টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকার। আর মাত্র আট দিন পরই কোরবানীর ঈদ।
ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের চেয়ে অনেক বেড়েছে। রোববার (৯ জুন) ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কোথাও যানজটের কোনো খবর পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, ৭ জুন (শুক্রবার) রাত ১২টা থেকে শনিবার (৮ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৩ হাজার ২৭৬টি যানবাহন পারাপার হয়েছে। আর এ থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকা।
এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে যানবাহন পারাপার হয়েছে ১১ হাজার ২৯৮টি । আর এ থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১১ হাজার ৯৭৮টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৯ লাখ ১৮ হাজার ৪০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়ে বলেন, মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। তবে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।