ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু পরিবারের পেছনে রাষ্ট্রের খরচ কত, জানতে চেয়েছেন হাইকোর্ট

আদালত প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির পিতার পরিবারের সদস্যদের সুবিধা দিতে রাষ্ট্রের খরচ নিরূপণ এবং বিশেষ সুবিধায় তারা যেসব সম্পত্তি পেয়েছেন সে বিষয়ে প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট।

এসংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রোববার (১ সেপ্টেম্বর) রুলসহ এই আদেশ দেয়।

স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, আইন সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে ৩০ দিনের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এরইমধ্যে তারা যে সুবিধা ভোগ করেছেন এবং বিশেষ সুবিধায় যেসব সম্পত্তি পেয়েছেন তা কেন পুনরুদ্ধার করা হবে না-তা জানতে চেয়েছেন উচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস)র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জনস্বার্থে ২৫ আগস্ট এ রিটটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, আইন সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপান্তি ও স্ক্রিস্টিয়ান পারচিকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বঙ্গবন্ধু পরিবারের পেছনে রাষ্ট্রের খরচ কত, জানতে চেয়েছেন হাইকোর্ট

সংবাদ প্রকাশের সময় : ১১:০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

জাতির পিতার পরিবারের সদস্যদের সুবিধা দিতে রাষ্ট্রের খরচ নিরূপণ এবং বিশেষ সুবিধায় তারা যেসব সম্পত্তি পেয়েছেন সে বিষয়ে প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট।

এসংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রোববার (১ সেপ্টেম্বর) রুলসহ এই আদেশ দেয়।

স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, আইন সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে ৩০ দিনের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এরইমধ্যে তারা যে সুবিধা ভোগ করেছেন এবং বিশেষ সুবিধায় যেসব সম্পত্তি পেয়েছেন তা কেন পুনরুদ্ধার করা হবে না-তা জানতে চেয়েছেন উচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস)র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জনস্বার্থে ২৫ আগস্ট এ রিটটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, আইন সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপান্তি ও স্ক্রিস্টিয়ান পারচিকে।