বঙ্গবন্ধুর জন্মদিনে রাজশাহী জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচি
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে রাজশাহী জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচি পালন।
রবিরাব (১৭ মার্চ) সকাল ৯ টায় নগরীর সিএন্ডবি মোড়ে ও রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। পুস্পস্তবক অর্পণ শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন -রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান, উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন ও আলিফ আলী, হিসাবরক্ষক আব্দুল মতিন, চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারী ফজলে এলাহী সোহেল ও সুলতানুর আরেফিনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিশেষ দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বলে কোন রাষ্ট্রের অস্থিত্ব থাকতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তাঁকে ভালবেসে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পৃথিবীর বুকে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। আজ জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আমাদের এই বাংলাদেশ।