ফুুলবাড়ীতে বাল্যবিবাহ,যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুুলবাড়ীতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার রাঙ্গামাটি পিএস সেন্টারে সিসিডিবি-সিপিআরপি দাউদপুর নবাবগঞ্জ এর আয়োজনে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল।
এতে সংস্থার প্রশিক্ষক জয় মনিসিংহের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান,সিসিডিবি-সিপিআরপি এর এরিয়া ম্যানেজার হরিসাধন রায়, বেসরকারিসংস্থা বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
এসময় সিসিডিবি-সিপিআরপি এর সমাজ সংগঠক সুমিত্রা রায়, স্টেফানকুজুরসহ নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বাল্যবিবাহ,যৌতুক, ইভটিজিং এর কুফল, প্রতিকার ও প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান।