ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাঁথিয়ার গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত যুবক উপজেলার ছাতকবরাট গ্রামের শাহাদতের ছেলে আরিফুল ইসলাম (২৭)।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাঁথিয়ার গোপালপুর গ্রামের সাথে আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামের সংঘর্ষে একজন আহত হন।
ওই সংঘর্ষকে কেন্দ্র করে রোববার দুপুরে সাঁথিয়ার ছাতক বরাট গ্রামের আরিফুল ইসলামকে গোপালপুর ব্রিজ সংলগ্ন স্থান থেকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার সময় তার মৃত্যু হয়।
কাশিনাথপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহণ করা হবে।