ফিলিং স্টেশনে চাঁদাদাবি, থানায় অভিযোগ
- সংবাদ প্রকাশের সময় : ১১:২১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
রাজশাহীর পবা উপজেলায় পবা ফিলিং স্টেশনে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, নওহাটা পৌরসভার বায়া এলাকার মোঃ সাত্তার আলীর ছেলে মোঃ মোমিনসহ অজ্ঞাতনামা ৮-৯ জন পবা থানা বাগসারায় অবস্থিত পবা ফিলিং স্টেশনে প্রায় সময় বিবাদীসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা ফিলিং স্টেশনে এসে টাকার দাবি করে। এর জের ধরে গত ২৭ সেপ্টেম্বর রাতে বিবাদীসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা তিনটি মোটরসাইলেক নিয়ে এসে ১৫টি লিটার অকটেন নিয়ে টাকা না দিয়ে চলে যায়। বাধা দিলে বিবাদীসহ অজ্ঞাতনাম ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে চলে যায়।
অভিযোগের বিষয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার সাব্বির বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এই ছেলেগুলো পাম্পে এসে চাঁদা দাবী করে। সেদিন তো আমাদের পাম্পে এসে ১৫ লিটার তেল নিয়ে আর টাকা না দিয়েই চলে গেছে। আমরা পাম্পে নিরাপত্তাহীনতায় ভুগছি। এদের চাঁদাবাজীর বিরুদ্ধে যাতে পুলিশ ব্যবস্থা নেয় সে আশা করছি।
এ বিষয়ে পবা থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।