সংবাদ শিরোনাম ::
ফাইনালে ভারত
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল উঠলো ভারত। শনিবার (২৯ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে দলটি।
এর আগে বৃহস্পতিবার (২৭ জুন) প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হয়। আগে ব্যাটিং করতে নেমে ভরতীয় দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে।
এর জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২০ বল বাকি থাকতে ১০৩ রানে অলআউট হয়ে যায়। ফলে ভারত ৬৮ রানের বড় জয় পায়।