ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রশ্নফাঁস তদন্তে তিন সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিসিএসের প্রশ্নফাঁসের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন।

তদন্ত কমিটিতে কমিশনের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলো- কমিশনের যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খান, কমিশনের পরিচালক দিলাওয়েজ দুরদানা ও মোহাম্মদ আজিজুল হক।

এদিকে, প্রশ্নফাঁসের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি।

মঙ্গলবার (৯ জুলাই) সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, সোমবার (৮ জুলাই) রাতে পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় এ মামলা করা হয়েছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে ১৭ জনকে।

এর আগে রোববার (৭ জুলাই) রাতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিসিএস) প্রশ্নফাঁস নিয়ে পিএসসির বিরুদ্ধে চ্যানেল টোয়েন্টিফোর টিভিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর পিএসসির অধীনে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার সিআইডি।

গ্রেপ্তাররা হলো- সহকারী পরিচালক মো. আলমগীর কবির, অফিস সহায়ক (ডিসপাস) সাজেদুল ইসলাম, পিএসসির উপ-পরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, অফিস সহায়ক খলিলুর রহমান।

এছাড়াও রয়েছে সাবেক সেনাসদস্য নোমান সিদ্দিকী, ঢাবির সাবেক শিক্ষার্থী বর্তমানে মিরপুরের ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম,ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশীদ, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মো. নিয়ামুন হাসান, সায়েম হোসেন , ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন এবং লিটন সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রশ্নফাঁস তদন্তে তিন সদস্যের কমিটি

সংবাদ প্রকাশের সময় : ০১:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

বিসিএসের প্রশ্নফাঁসের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন।

তদন্ত কমিটিতে কমিশনের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলো- কমিশনের যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খান, কমিশনের পরিচালক দিলাওয়েজ দুরদানা ও মোহাম্মদ আজিজুল হক।

এদিকে, প্রশ্নফাঁসের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি।

মঙ্গলবার (৯ জুলাই) সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, সোমবার (৮ জুলাই) রাতে পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় এ মামলা করা হয়েছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে ১৭ জনকে।

এর আগে রোববার (৭ জুলাই) রাতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিসিএস) প্রশ্নফাঁস নিয়ে পিএসসির বিরুদ্ধে চ্যানেল টোয়েন্টিফোর টিভিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর পিএসসির অধীনে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার সিআইডি।

গ্রেপ্তাররা হলো- সহকারী পরিচালক মো. আলমগীর কবির, অফিস সহায়ক (ডিসপাস) সাজেদুল ইসলাম, পিএসসির উপ-পরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, অফিস সহায়ক খলিলুর রহমান।

এছাড়াও রয়েছে সাবেক সেনাসদস্য নোমান সিদ্দিকী, ঢাবির সাবেক শিক্ষার্থী বর্তমানে মিরপুরের ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম,ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশীদ, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মো. নিয়ামুন হাসান, সায়েম হোসেন , ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন এবং লিটন সরকার।