সংবাদ শিরোনাম ::
প্রশ্নফাঁসে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সিয়াম, দল থেকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
বিসিএস পরীক্ষাসহ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার (৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ শামীম।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগর উত্তর সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপের সাথে যুক্ত থাকায় সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।