সংবাদ শিরোনাম ::
প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (২৭ জুন) আফগানদের দেওয়া ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৭ বল বাকি থাকতেই ৯ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা।
এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ হিসেবে পাবে ইংল্যান্ড-ভারত ম্যাচের জয়ী দলকে।
আফগান অধিনায়ক রশিদ খান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরু থেকেই দাপট দেখাতে থাকে দক্ষিণ আফ্রিকার বোলাররা। ছন্দে থাকা গুরবাজ ম্যাচের প্রথম ওভারেই জেনসেনের বলে হেন্ডরিক্সকে ক্যাচ দিয়ে ফেরেন। তৃতীয় ওভারে নাইবকে ফেরান জেনসেন। বোলারদের বোলিংয়ে তোপে ১১.৫ ওভারেই গুপিয়ে যায় আফগানিস্তান।