ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জামায়াত নেতারা

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুনভাবে গড়তে চাই

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মহানগর জামায়াতের নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে। নেতা-কর্মীরা বাড়িতে ঘুমাতে পারেননি। মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নিরাপরাধ ভাইদের পুলিশ ও আ’লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা খুন করেছে। এতো জুলুম নির্যাতনের পরও প্রতিশোধের নীতি পরিহার ও সব বিষয়ে ক্ষমা প্রদর্শন করে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে নতুন ভাবে গড়তে চাই।

শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর একটি রেণ্টুরেন্টে রাজশাহীর সাংবাদিকদের সাথে মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ মতবিনিময় সভার আয়োজন করে।

রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মূল বক্তব্য রাখেন সেক্রেটারী ইমাজ উদ্দীন মন্ডল।

রাজশাহী মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্সের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসেন, রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাঃ সিফাত আলম, নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল,রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আবদুল্লাহ মুহায়মেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন, দেশের মধ্যে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা অবর্ণনীয় পুলিশী নির্যাতনের স্বীকার হয়েছে। সব ভুলে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময় রাজশাহী সিটি কর্পোরেশন, পুলিশ লাইন, বিভিন্ন মন্দির ও হিন্দুদের বাড়ি পাহরাসহ লুটপাট এবং চাঁদাবাজী রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সাথে আন্দোলন সংগ্রামে নিহতদের সার্বিক দায়-দ্বায়িত্ব গ্রহনসহ আহতদেরও উপযুক্ত চিকিৎসা সেবায় যথাযথ ভাবে সহযোগীতা করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় সর্বাত্বক ত্রান পৌছানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখা।

নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় ফ্যাসিষ্ট ও স্বৈরাচারী সরকার জামায়াত-শিবিরের নামে ৫৫টি অন্যান্য ৪৫০টি মামলা করেছে। আর আজ্ঞাত মামলা হিসেবে এর সংখ্যা দাঁড়ায় হাজারের অধীক।

জামায়াত নেতৃবৃন্দ আরও বলেন, আন্দোলনে ১১ জনকে হত্যা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুপিয়ে দুই জনের পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জামায়াত নেতারা

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুনভাবে গড়তে চাই

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

রাজশাহী মহানগর জামায়াতের নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে। নেতা-কর্মীরা বাড়িতে ঘুমাতে পারেননি। মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নিরাপরাধ ভাইদের পুলিশ ও আ’লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা খুন করেছে। এতো জুলুম নির্যাতনের পরও প্রতিশোধের নীতি পরিহার ও সব বিষয়ে ক্ষমা প্রদর্শন করে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে নতুন ভাবে গড়তে চাই।

শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর একটি রেণ্টুরেন্টে রাজশাহীর সাংবাদিকদের সাথে মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ মতবিনিময় সভার আয়োজন করে।

রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মূল বক্তব্য রাখেন সেক্রেটারী ইমাজ উদ্দীন মন্ডল।

রাজশাহী মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্সের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসেন, রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাঃ সিফাত আলম, নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল,রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আবদুল্লাহ মুহায়মেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন, দেশের মধ্যে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা অবর্ণনীয় পুলিশী নির্যাতনের স্বীকার হয়েছে। সব ভুলে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময় রাজশাহী সিটি কর্পোরেশন, পুলিশ লাইন, বিভিন্ন মন্দির ও হিন্দুদের বাড়ি পাহরাসহ লুটপাট এবং চাঁদাবাজী রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সাথে আন্দোলন সংগ্রামে নিহতদের সার্বিক দায়-দ্বায়িত্ব গ্রহনসহ আহতদেরও উপযুক্ত চিকিৎসা সেবায় যথাযথ ভাবে সহযোগীতা করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় সর্বাত্বক ত্রান পৌছানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখা।

নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় ফ্যাসিষ্ট ও স্বৈরাচারী সরকার জামায়াত-শিবিরের নামে ৫৫টি অন্যান্য ৪৫০টি মামলা করেছে। আর আজ্ঞাত মামলা হিসেবে এর সংখ্যা দাঁড়ায় হাজারের অধীক।

জামায়াত নেতৃবৃন্দ আরও বলেন, আন্দোলনে ১১ জনকে হত্যা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুপিয়ে দুই জনের পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।