প্রতিপক্ষের হামলায় আহত আ’ লীগকর্মীর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
পাবনার সুজানগরে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় আহত এক আওয়ামী লীগকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
নিহত আওয়ামী লীগ কর্মীর নাম মোজাহার বিশ্বাস (৫৪)। তিনি সুজানগর উপজেলার দক্ষিণ রাণীনগর এলাকার মৃত আছির উদ্দিন বিশ্বাসের ছেলে। সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের গ্রুপের কর্মী ছিলেন তিনি।
জানা গেছে, গত ২১ জুন রানীনগর এলাকায় উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আল আমিন মিয়া (৩৫) নামে শাহীন গ্রুপের একজন নিহত হন। এ ঘটনায় জেরে ওই এলাকার বেশ কিছু বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। হামলায় মোজাহার বিশ্বাসসহ ওহাব গ্রুপের বেশ কয়েকজন আহত হন। মোজাহার বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় মোজাহার বিশ্বাস ঢাকায় মারা গেছে।