প্রতারক চক্রের দুই সদস্য আটক, ৮ লাখ উদ্ধার (ভিডিও)
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
যশোরে আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলো-রেজাউল করিম (৫৫) ও রফিকুল ইসলাম (৫২)।
জানা গেছে, গত দু’দিন ধরে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম অভিযান চালিয়ে সাতক্ষীরা ও ঢাকা নারায়ণগঞ্জ এলাকা থেকে তাদের আটক করে। আটক রেজাউল করিম সাতক্ষীরা ওলা দোয়া উপজেলার লোহাকুরা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। রফিকুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি পূর্ব পাড়ার মৃত হাজী বাচ্চু নিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি রুপম কুমার সরকার শুক্রবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে প্রেস ব্রিফিং বলেন, রেজাউল করিম ও রফিকুল ইসলাম আন্তজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা যশোরের অভয়নগরের গোয়াখোলা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলো। চক্রটি যশোর মনিরামপুর উপজেলার সিলামপুর বাজারে কীটনাশক ব্যবসায়ী মমিনুর রহমানের প্রতারণা করে ২৪ লাখ টাকা নেয় ইন্টারনেট জেরি নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নাম করে। এভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বহু লোকের কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আজ (শুক্রবার) সকালে অভিযোগ এসেছে ১৫ লাখ টাকার হাতিয়াছে একজনের কাছ থেকে। বিষয়টি নিয়ে ডিবির এস প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকায় দুই প্রতারকের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় আটটির ও অধিক প্রতারণার মামলা রয়েছে।
আটক দু’জনের কাছ থেকে প্রতারণা করে নেয়া ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার হয়েছে।