ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রণোদনার ১৯ বস্তা সরকারি সার ও বীজ চেয়ারম্যানের গোডাউন থেকে জব্দ

শাহ জালাল, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষি প্রণোদনার ১৯ বস্তা সার ও বীজ জব্দ করা হয়েছে। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠু সিকদারের চুরি করা এসব সার জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ১০ কেজি করে ৬ বস্তা আউশ বীজ ও ৫০ কেজি করে ৭ বস্তা সার এবং অপর একটি বাসা থেকে ৬ বস্তা ব্রী-ধান জব্দ করে প্রশাসন।

জানা যায়, মঙ্গলবার (৪ জুন) দুপুরে স্থানীয় ইউপি মেম্বার মো. হেলাল উদ্দিন অটোরিকশায় পরিষদের গোডাউন থেকে সার ও বীজ গোপনে স্থানান্তরকালে স্থানীয়রা তা দেখে ফেলে। পরে ইউএনও মো.নেছার উদ্দিনকে জানালে তিনি এসে পরিষদে অভিযান চালান। এ সময় পরিষদের গোডাউনে ৬ বস্তা ব্রী-ধান ও ৭ বস্তা রাসায়নিক সার দেখতে পান। পরে সাতানী বাজারের দীপক হাওলাদারের বাসা থেকে ৬ বস্তা ব্রী-ধান জব্দ করা হয়।

উপজেলা কৃষি অফিসার মো.ইমরান বিন ইসলাম এ বিষয়ে জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। চলতি বছরের এপ্রিল মাসে উপজেলার ৩ হাজার ৭৫০ জন কৃষকের মাঝে কেজি আউশ বীজ, ড্যাপ সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখনো কেউ আটক হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রণোদনার ১৯ বস্তা সরকারি সার ও বীজ চেয়ারম্যানের গোডাউন থেকে জব্দ

সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

কৃষি প্রণোদনার ১৯ বস্তা সার ও বীজ জব্দ করা হয়েছে। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠু সিকদারের চুরি করা এসব সার জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ১০ কেজি করে ৬ বস্তা আউশ বীজ ও ৫০ কেজি করে ৭ বস্তা সার এবং অপর একটি বাসা থেকে ৬ বস্তা ব্রী-ধান জব্দ করে প্রশাসন।

জানা যায়, মঙ্গলবার (৪ জুন) দুপুরে স্থানীয় ইউপি মেম্বার মো. হেলাল উদ্দিন অটোরিকশায় পরিষদের গোডাউন থেকে সার ও বীজ গোপনে স্থানান্তরকালে স্থানীয়রা তা দেখে ফেলে। পরে ইউএনও মো.নেছার উদ্দিনকে জানালে তিনি এসে পরিষদে অভিযান চালান। এ সময় পরিষদের গোডাউনে ৬ বস্তা ব্রী-ধান ও ৭ বস্তা রাসায়নিক সার দেখতে পান। পরে সাতানী বাজারের দীপক হাওলাদারের বাসা থেকে ৬ বস্তা ব্রী-ধান জব্দ করা হয়।

উপজেলা কৃষি অফিসার মো.ইমরান বিন ইসলাম এ বিষয়ে জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। চলতি বছরের এপ্রিল মাসে উপজেলার ৩ হাজার ৭৫০ জন কৃষকের মাঝে কেজি আউশ বীজ, ড্যাপ সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখনো কেউ আটক হয়নি।