পোস্ট অফিসের সামনে পুকুরে অজ্ঞাত নারীর মরদেহ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
ফুলবাড়ীতে এক অজ্ঞাত নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার স্টেশন রোডের পোস্ট অফিসের সামনের পুকুর থেকে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে জনৈক ব্যক্তি একটি মেক্সি পরিহিত ( নারীর মতো দেখতে) কাপড় পুকুরে ভাসতে দেখে।পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় আলিমুদ্দিন জানান, কয়েকদিন থেকে এই মহিলাকে স্টেশনে এবং আশপাশের এলাকায় দেখা গেছে। হয়তো কেউ মেরেও ফেলতে পারে, নয়তো পুকুরে পড়ে গিয়ে মারা যেতে পারে। ওই নারীর বয়স আনুমানিক ৪০ এর মতো।
ফুলবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজার রহমান বলেন, ধারণা করা হচ্ছে বুধবার (২৬ জুন) রাতের কোন একটা সময় পানি ব্যবহার করতে পুকুরে পড়ে যেতে পারে। সাঁতার না জানা থাকায় মারাযায়। এমনকি মহিলাটি মানসিক রোগী কিংবা প্রতিবন্ধীও হতে পারে।