ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘পুলিশ স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে’

খুলনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান বলেছেন, সরকারের পতনের ফলে জনরোষে পড়া পুলিশ বাহিনী কাজে ফিরতে শুরু করেছে। পুলিশ স্বাভাবিক কাজে ফিরলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।

সেনাপ্রধান আরও বলেন, সবার সহযোগিতায় আমরা দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই। তবে যারা অপকর্ম করেছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরো উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।

জনগণের জন্য রাজনীতি করতে রাজনৈতিক দলগুলোকে আহবান জানিয়ে সেনাপ্রধান বলেন, এ জন্য সবাইকে সহিংসতা পরিহার করতে হবে। তারা যেন শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করেন। মিছিল হবে, মিটিং হবে। রাজনীতি থাকবে। সেখানে মানুষ কথা বলবে। সেটি যেন ধংসাত্মক না হয়। রাজনীতিবিদরা যেন জনগণের জন্য কাজ করেন। তারা নিশ্চয় জনগণের মনোভাব বুঝবেন।

তিনি বলেন, একটি অদ্ভুত পরিস্থিতিতে সেনাবাহিনী কাজে নামে। ৫ আগস্টের অরাজক পরিস্থিতি বেশি হয়েছে। অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। খুলনা বিভাগের পরিস্থিতিও ভালো রয়েছে। এটি আশাব্যঞ্জক, তবে আত্মতুষ্টির কারণ নেই। আমাদের আরো কাজ করে যেতে হবে। পুলিশকে সংগঠিত হতে হবে। সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পুলিশ বাহিনী কাজ শুরু করলে পরিস্থিতি আরো স্বাভাবিক হবে।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশের অন্যান্য জায়গায়ও পরিস্থিতিই উন্নতি হচ্ছে। আমার কাছে আসা তথ্য অনুযায়ী দেশে ৩০টির মতো ঘটনা ঘটেছে। এর মধ্যে অধিকাংশ অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা রাজনৈতিক কারণে। বাংলাদেশকে গড়ে তুলতে রাজনীতিবিদসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। সবাইকে একসঙ্গে সুন্দর দেশগঠনে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘পুলিশ স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে’

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান বলেছেন, সরকারের পতনের ফলে জনরোষে পড়া পুলিশ বাহিনী কাজে ফিরতে শুরু করেছে। পুলিশ স্বাভাবিক কাজে ফিরলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।

সেনাপ্রধান আরও বলেন, সবার সহযোগিতায় আমরা দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই। তবে যারা অপকর্ম করেছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরো উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।

জনগণের জন্য রাজনীতি করতে রাজনৈতিক দলগুলোকে আহবান জানিয়ে সেনাপ্রধান বলেন, এ জন্য সবাইকে সহিংসতা পরিহার করতে হবে। তারা যেন শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করেন। মিছিল হবে, মিটিং হবে। রাজনীতি থাকবে। সেখানে মানুষ কথা বলবে। সেটি যেন ধংসাত্মক না হয়। রাজনীতিবিদরা যেন জনগণের জন্য কাজ করেন। তারা নিশ্চয় জনগণের মনোভাব বুঝবেন।

তিনি বলেন, একটি অদ্ভুত পরিস্থিতিতে সেনাবাহিনী কাজে নামে। ৫ আগস্টের অরাজক পরিস্থিতি বেশি হয়েছে। অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। খুলনা বিভাগের পরিস্থিতিও ভালো রয়েছে। এটি আশাব্যঞ্জক, তবে আত্মতুষ্টির কারণ নেই। আমাদের আরো কাজ করে যেতে হবে। পুলিশকে সংগঠিত হতে হবে। সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পুলিশ বাহিনী কাজ শুরু করলে পরিস্থিতি আরো স্বাভাবিক হবে।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশের অন্যান্য জায়গায়ও পরিস্থিতিই উন্নতি হচ্ছে। আমার কাছে আসা তথ্য অনুযায়ী দেশে ৩০টির মতো ঘটনা ঘটেছে। এর মধ্যে অধিকাংশ অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা রাজনৈতিক কারণে। বাংলাদেশকে গড়ে তুলতে রাজনীতিবিদসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। সবাইকে একসঙ্গে সুন্দর দেশগঠনে কাজ করতে হবে।