সংবাদ শিরোনাম ::
পুলিশে পোস্টিংয়ের নামে প্রতারণা, যা বললো সদর দপ্তর
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
পুলিশে পোস্টিংয়ের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে শনিবার (৩১ আগস্ট) দুপুরে এ তত্য নিশ্চিত করা হয়েছে।
এক বার্তায় বলা হয়,পুলিশ সদস্যদের বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে একটি চক্রের বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। তাই এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
সদর দপ্তর আরও জানিযেছে প্রতারক চক্রকে গ্রেপ্তারের পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।