সংবাদ শিরোনাম ::
পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। নিহত শিশু মাওয়া খাতুন (২) উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামের মিলন ও মৌসুমি দম্পতির কন্যা। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন, উদাখালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য কাবিল উদ্দিন।
নিহতের স্বজনরা জানায়, মাওয়া খাতুন বাড়ির উঠানে খেলছিল। এরপর সবার অজান্তে নিখোঁজ হলে খোঁজাখুঁজি করা হয়। এরই মধ্যে বাড়ির পাশে মাহাবুর রহমানের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়।
এ বিষয়ে উদাখালী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য কাবিল উদ্দিন বলেন, এমন ঘটনা খুবই দু:খজনক। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা দরকার।