পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ১৩০ পরিবার ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে স্বপ্নের ঠিকানা আবাসনের বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট স্কুল এর সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তারা।
ঘন্টাব্যাপী কর্মসূচিতে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবারের নারী পুরুষ অংশগ্রহন করেন। এময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য আলম গাজী, নাঈম হাওলাদার, জামাল মৃধা ও বাইজিদ মৃধা, মোসা.ময়না বেগম, মোসা.শেফালি বেগম সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, স্বপ্নের ঠিকানায় তাদের যে ঘর দেয়া হয়েছে তা জরাজীর্ন হয়ে পড়েছে। নেই বিশুদ্ধ পানি ও পয়ঃনিস্কাশন ব্যাবস্থা। ফলে বসবাস করা দুরূহ হয়ে উঠেছে। বিশেষ করে বর্তমান বাজারে কর্মসংস্থান না থাকায় তারা অনাহার ও অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তাই ১৩০ পরিবারের নুন্যতম একজনকে বিসিপিসিএল কোম্পানিতে সরাসরি পার্মেনাল চাকুরী, তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট বিক্রিয়ের শতকরা ০.০৩ পয়সা প্রদান সহ ৭ দফা দাবির কথা জানান। ৭২ ঘন্টার মধ্যে দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।