পাবনায় মৎস্য সপ্তাহে পুরস্কার বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন শোভাযাত্রা আলোচনাসভা ও মৎস্যপোনা অবমুক্ত এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা চত্তর পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
মৎস্য পোনা অবমুক্তের পর উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৪,(আটঘরিয়া ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব এমপি।
আটঘরিয়া ইউএনও নাহারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় স্বাগতম বক্তব্য দেন মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, সহকারী কমিশনার ভূমি সানজিদা মুস্তারি, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, সফল মৎস্যচাষীদের মধ্যে বক্তব্য রাখেন আবু তাহের।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
উপজেলা মৎস্য অফিসার শরিফুল ইসলাম বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে তিন জন সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ভরতপুর গ্রামের আল মামুন হোসেন মাছের সাথে মুক্তা চাষ, মতিগাছা গ্রামের মোক্তার হোসেন মনোসেক, রতিপুর গ্রামের আবু তাহের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ।