পাবনায় অবৈধ চায়না দুয়ারী ধ্বংস
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়া উপজেলার চতরাবিল অঞ্চলে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৯৫টি অবৈধ চায়না দুয়ারী ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
বুধবার (২ আক্টোবর) সকাল থেকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চতরার বিল এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহারুল ইসলাম। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটঘরিয়া উপজেলা মৎস্য অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চতরার বিল এলাকায় অভিযান চালানো হয়।এ সময় চতরাবিল থেকে ৯৫টি চায়না দুয়ারী ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জাল রেখে পালিয়ে যাওয়ায় জেলেদের আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, মাছের জন্য হুমকি এই চায়না দুয়ারী জাল। এ জালে সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম বলেন, অবৈধ এই জাল ব্যবহারের ফলে মাছ ও জলজ প্রাণীর প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে। তাই মৎস্য সম্পদ রক্ষার্থে এসব জাল ধ্বংসে আমাদের অভিযান অব্যাহত থাকবে।