পাবনায় ব্যবসায়ীদের সাথে চেম্বারের মতবিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
পাবনায় রমজান উপলক্ষে খেজুর কলাসহ সকল প্রকার ফলের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রয় না করা ও ফলে বিষাক্ত কেমিকেল / রাসায়নিক দ্রব্য না মিশানোর জন্য সকল প্রকার ফল ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিক গোয়েন্দা শাখা, পুলিশ প্রশাসন,জেলা প্রশাসন ও চেম্বারে অব কমার্সের নেতৃবৃন্দের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) দুপুরে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বারের সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি,
জেলার ক্যাবের সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক, শফিকুল ইসলাম খান, মাসুদুর রহমান মিন্টু,সাজ্জাদ হোসেন বাচ্চুসহ ব্যবসায়ী, সাংবাদিক গোয়েন্দা শাখা, পুলিশ প্রশাসন,জেলা প্রশাসন ও চেম্বারে অব কমার্সের নেতৃবৃন্দ।