পাবনায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
পাবনা আটঘরিয়া উপজেলা আন্তঃ বিদ্যালয়ের গনিত ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন-দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান।
গোপালপুর চৌকিবাড়ি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোঃ ইমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন উত্তর পাইলট বালক উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ মুজাহার আলী, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন ডেংগারগ্রাম উচ্চ বিদ্যালয় বিএসসি শিক্ষক এস এম শহীদুল্লাহ, একদন্ত উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মোঃ মাসুদ রানা, মোঃ রবিউল ইসলাম, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক দেবব্রত পাল,
কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বি এস সি শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, বেরুয়ান বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক মোঃ ফজর আলী।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞান শিক্ষার্থীদের পারদর্শী করে গড়ে তুলতে নিয়মিতভাবে এ আয়োজন এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সরাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আতাউর রহমান।
এ সময় বিজয়ী ৫ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।