পাবনায় অবৈধ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
পাবনার ভাঙ্গুড়ায় অবৈধ বালু ব্যবসায়ী মো. ইদ্রিস আলীকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী।
শনিবার (১৪ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়ীয়া এলাকায় অবস্থিত বালু ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। মোঃ ইদ্রিস আলী মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী এবং অবৈধ বালু ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন অবৈধভাবে বালু ব্যবসা করে আসছিলেন।
জানা গেছে, মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ইদ্রিস আলী দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু ব্যবসা করে আসছিলেন। তার ব্যবসায় নেই কোন সরকারি অনুমোদন কিংবা লাইসেন্স। ফলে তিনি লক্ষ লক্ষ টাকার ব্যবসা করলেও সরকার মোটা অংকের রাজস্ব হারাচ্ছিলেন ।
এমন গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পান।
এ সময় বালু ব্যবসায়ী ইদ্রিস আলী তার বালু ব্যবসার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালত তাকে ৫০ হাজার টাকার অর্থ দন্ডাদেশ আরোপ করেন। এ সময় ভাঙ্গুড়া থানার এসআই রেজাউল করিম ও তার সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
ঘটনার বিষয়, সরকারি কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজি বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন অবৈধ বালু ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়েছে।