পাথর বোঝাই ট্রাকের সাথে বাইকের সংঘর্ষ, দুই বান্ধবীর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
জয়পুরহাটে মোটরসাইকেলে কলেজে যাওয়া পথে পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালাক যুথি সুলতানা (২২) নিহত হয়েছে। এ ঘটনায় আহত মরিয়রকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে জয়পুরহাট সদরে মঙ্গলবাড়ী ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত যুথী মঙ্গলবাড়ী এলাকার ঈশ্বর পুর গ্রামের এন্তাজুলের মেয়ে। এ ঘটনায় নিহত মরিয়ম নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলো।
জানা গেছে, নিহত যুথী মরিয়মকে নিয়ে বৃহস্পতিবার (২৭ জুন) প্রথম ক্লাসের উদ্দেশ্যে মঙ্গলবাড়ীর বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে জয়পুরহাটে আসছিলেন। জয়পুরহাট থেকে ধামুরহাট-এর উদ্দেশ্যে পাথরবোঝায় একটি ট্রাক মঙ্গলবাড়ী ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নিহত হয় যুথী ও মরিয়ম।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির। এদিকে, নিহতের পরিবার থেকে জানা গেছে, খুব ছোটবেলা থেকেই দুই বান্ধবীর মিল ছিল। যুথী ছোট বেলা থেকে মোটরসাইকেল চালাতো। বৃহস্পতিবার (২৭ জুন) জিক্সার মডেলের একটি মোটরসাইকেল নিজে চালিয়ে মরিয়মকে কলেজে পৌঁছে দিতে জয়পুরহাট আসছিলো সে।