ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে হাহুতাস করে’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে এখন হাহুতাস করে, দীর্ঘশ্বস ফেলে। প্রধানমন্ত্রীর নানা উদ্যোগে বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের মূল্যস্ফিতি অনেক নিয়ন্ত্রণে।

বুধবার (২৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এসময় ড. হাছান বলেন, অনেক সমালোচক বলে বেড়াচ্ছে এবারের বাজেট উচ্চাভিলাসী। এই বাজেট বাস্তবায়ন অযোগ্য, জনবিরোধী, দিকনির্দেশনা নেই। বাজেটে যদি দিক নির্দেশনা নাই থাকতো, তাহলে দেশে দরিদ্রতা ৪৮ শতাংশ থেকে ১৮.৫ শতাংশে কিভাবে নেমে এলো। অতিদারিদ্র ২৫ থেকে ৫ শতাংশে নেমে এলো কিভাবে। ১০ কোটি মানুষকে সামাজিক নিরাপত্তার মধ্যে আনা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে ট্যাক্স দেওয়া মানুষের সংখ্যা বাড়েনি। ট্যাক্স জিডিপির অনুপাত খুবই কম। আমাদের ট্যাক্স ডিপার্টমেন্ট বাজেট বাড়াতে খুব পারদর্শীতা দেখিয়েছে। কিন্তু মানুষকে ট্যাক্সের আওতায় আনতে পারেনি। বাংলাদেশের মতো ট্যাক্স কম দেওয়া কোথাও দেখিনি। বিদেশে সবাইকে ট্যাক্সফাইল করতে হয়। ট্যাক্স দিক আর না দিক, ট্যাক্স ফাইল থাকে। আমাদের দেশেও সবার ট্যাক্স ফাইল চালু করা দরকার। প্রয়োজনে ১০০ টাকা বা ৫০ টাকায় ট্যাক্স ফাইল করে দেয়া হোক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের বাজেটে মূল্যস্ফিতি কমানোর প্রচেষ্টা রয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। নিত্যপণ্য আমদানির জন্য উৎসে কর কমানো হয়েছে। বড় বাজেট বাস্তবায়নের ফলে দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।

তিনি বলেন, মানুষের মাথাপিছু আয় ২০০৮ সালে ছিলো ৬০০ ইউএস ডলার, বিএনপির সময় ছিলো ৫৪৩ ডলার। আর আজকে মাথাপিছু আয় ২৮০০ ইউএস ডলারের কাছাকাছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে হাহুতাস করে’

সংবাদ প্রকাশের সময় : ১১:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে এখন হাহুতাস করে, দীর্ঘশ্বস ফেলে। প্রধানমন্ত্রীর নানা উদ্যোগে বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের মূল্যস্ফিতি অনেক নিয়ন্ত্রণে।

বুধবার (২৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এসময় ড. হাছান বলেন, অনেক সমালোচক বলে বেড়াচ্ছে এবারের বাজেট উচ্চাভিলাসী। এই বাজেট বাস্তবায়ন অযোগ্য, জনবিরোধী, দিকনির্দেশনা নেই। বাজেটে যদি দিক নির্দেশনা নাই থাকতো, তাহলে দেশে দরিদ্রতা ৪৮ শতাংশ থেকে ১৮.৫ শতাংশে কিভাবে নেমে এলো। অতিদারিদ্র ২৫ থেকে ৫ শতাংশে নেমে এলো কিভাবে। ১০ কোটি মানুষকে সামাজিক নিরাপত্তার মধ্যে আনা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে ট্যাক্স দেওয়া মানুষের সংখ্যা বাড়েনি। ট্যাক্স জিডিপির অনুপাত খুবই কম। আমাদের ট্যাক্স ডিপার্টমেন্ট বাজেট বাড়াতে খুব পারদর্শীতা দেখিয়েছে। কিন্তু মানুষকে ট্যাক্সের আওতায় আনতে পারেনি। বাংলাদেশের মতো ট্যাক্স কম দেওয়া কোথাও দেখিনি। বিদেশে সবাইকে ট্যাক্সফাইল করতে হয়। ট্যাক্স দিক আর না দিক, ট্যাক্স ফাইল থাকে। আমাদের দেশেও সবার ট্যাক্স ফাইল চালু করা দরকার। প্রয়োজনে ১০০ টাকা বা ৫০ টাকায় ট্যাক্স ফাইল করে দেয়া হোক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের বাজেটে মূল্যস্ফিতি কমানোর প্রচেষ্টা রয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। নিত্যপণ্য আমদানির জন্য উৎসে কর কমানো হয়েছে। বড় বাজেট বাস্তবায়নের ফলে দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।

তিনি বলেন, মানুষের মাথাপিছু আয় ২০০৮ সালে ছিলো ৬০০ ইউএস ডলার, বিএনপির সময় ছিলো ৫৪৩ ডলার। আর আজকে মাথাপিছু আয় ২৮০০ ইউএস ডলারের কাছাকাছি।