পাওনা টাকা চাওয়ায় হত্যা/ ৭ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
কুমিল্লার হোমনায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সাদেক মিয়াকে হত্যার ঘটনায় মামলায় সাত জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রবিবার (১৯ মে) দুপুরে আসামিদের উপস্থিতিতে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় প্রদান করেছেন।
মামলা সূত্রে জানা যায়, কুমিল্লার হোমনা উপজেলার ছোট ঘনিয়ারচর এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই খুন হন মো. সাদেক মিয়া। মৃত্যুর আগে সাদেক মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে জবানবন্দি প্রদান করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার (১৯ মে) দুপুরে রায় প্রদান করেন বিচারক।