পাঁচ সাংবাদিককে জেলে পাঠানোর হুমকির পরদিনই বদলি এসিল্যান্ড
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
লালমনিরহাটে পাঁচ সাংবাদিককে জেলে পাঠানোর হুমকির পরদিনই বদলি করা হলো সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-নোমানকে। জনপ্রশাসন মন্ত্রণালয় ঠাঁকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বদলি করেছে তাকে। বদলিরর আদেশ জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএম মমিন বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ৫ সাংবাদিককে আটকে মামলার হুমকি দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-নোমান। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএম মমিন এসে অবরুদ্ধ সাংবাদিকদের মুক্ত করেন।
এদিকে, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন সেবা গ্রহিতা সাধারণ মানুষ। জমি খারিজের নামে সাধারণমানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসচিলোন ন ই্হ কর্মকর্তা।