সংবাদ শিরোনাম ::
পল্টনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
রাজধানীর পল্টনে ফাইন্যান্স টাওয়ারের ১৫ তলা ভবনের ৫ তলায় আগুন লেগেছে। বুধবার (১২ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ বিষয়ে বলেন, পল্টনে লাগা আগুনের খবর ৬টা ৪৮ মিনিটে পেয়েছি। ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়।সর্বশেষ খবর অনুযায়ী আগুনের কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। আগুনের তীব্রতা বেশি থাকায় আরও ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।
১৫তলা ভবনের ৫ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাঁচটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।