পলাশবাড়ীতে ডাচ্ বাংলা ব্যাংকের উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 71.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ডাচ্-বাংলা ব্যাংক এর উপশাখার উদ্বোধন করা হলো। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী-গাইবান্ধা রোডস্থ মেনাজ সিটি কমপ্লেক্স এর ২য় তলায় এ উপশাখার উদ্বোধন করা হয়। শাখাটি জেলার গোবিন্দগঞ্জ শাখার অধিনে পরিচালিত হবে।
শাখাটি উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আসাদুর রহমান, উদ্বোধন উপলক্ষে ব্যাংকের ব্যবস্থাপক তার খুদে বার্তায় বলেন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং আমরাও সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদানে বদ্ধপরিকর।
এসময় শাখা ইনচার্জ মো. রফিকুল ইসলাম, এ্যাসিট্যান্ট অফিসার মোঃ মাইনুল রেজা, জুনিয়র ক্যাশ অফিসার মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব সরকার, পলাশবাড়ী প্রেসক্লাব প্রধান উপদেষ্টা শাহ আলম সরকার, পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, রিপোর্টার ইউনিটির সভাপতি শেষ রানা,মেনাজ সিটির স্বত্বাধিকারী সিনিয়র সাংবাদিক মন্জুর কাদির মুকুল, বকুল উদ্দিন ইমাম,আলহাজ্ব মিনু সরকার ও আহসান সরকার প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী,বিশিষ্ট ব্যবসায়ীগণ উক্ত শেষে দোয়া পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।