পলাশবাড়ীতে জামায়াতের আলোচনা সভা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে সিরাতুন নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন-পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মজিদ। প্রধান অতিথি ছিলেন-জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম সরকার। বিশেষ অতিথি ছিলেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কাওসার মো নজরুল ইসলাম লেবু।
উপজেলা জামায়াতে আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রবিউল ইসলাম বিদ্যুৎ। কর্ম পরিষদের সদস্য আবু তালেব মাস্টার,পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা বক্তব্য রাখেন। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলন।