সংবাদ শিরোনাম ::
পলাশবাড়ীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ নিহত ১
সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
পলাশবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার জুনদহ নামক এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশার চালকের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়,চালক আবু হোসেন জুনদহ বাজার এলাকা থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলো। পথে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়। অপর আহত দুইজন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেম এম আজমিরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি শুনেছি।