পলাশবাড়ীতে বিএনপি’র আনন্দ শোভাযাত্রা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি’র আনন্দ, শান্তি ও সৌহার্দ্দের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৯ আগষ্ট সকাল ১১টায় পলাশবাড়ী চৌমাথায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে পলাশবাড়ী চৌমাথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপি সভাপতি আঃ সামদ মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু আলা মওদুত ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন।
এদিন অনুষ্ঠানে কয়েক হাজার নেতাকর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ৮ টা হতে ১ টি পৌরসভার এবং ৮ টি ইউনিয়নের নেতাকর্মীগণ’কে একত্র হতে দেখা যায়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রংপুর বিভাগীয় সম্পাদক আঃ খালেক মন্ডল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রংপুর বিভাগীয় সম্পাদক আমিনুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ।
আরও বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, কেন্দ্রীয় জাসাস এর যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন নিয়ন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আঃ রউফ প্রধান আঞ্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতাল্লিব সরকার বকুল, ছাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ আলম সরকার, উপজেলা বিএনপি নেতা আবুল বাসার লিটন, ছাদেকুল ইসলাম রুবেল, বেনজির আহমেদ, আজাদুল আকন্দ ও উপজেলা যুবদল এর সদস্য সচিব রাজু আহম্মেদ প্রমূখ।
আলোচনা শেষে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদে এসে শেষ হয় এবং জুমার নামাজ শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা,ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ও সাধারণ জনতার বিদায়ী আত্মার মাগফেরাত এবং আহত অগণিত ছাত্র জনতা ও শ্রমজীবী মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয় ।