সংবাদ শিরোনাম ::
পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের ব্যয় বাড়লো
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের জন্য আরও ২৪৯ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। শনিবার (২৯ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি অর্থবছরের শেষ সভায় বাড়তি এ অর্থবরাদ্দ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান এ বিষয়ে বলেন, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের নদী শাসন কাজের এক্সটেনশন অব টাইমের ক্লেইমজনিত কারণে মূল্য বৃদ্ধির ভেরিয়েশন প্রস্তাব এসেছিলো সেতু বিভাগ থেকে। মূল চুক্তিমূল্য ছিলো ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ ৪১ হাজার ৪৪৬ টাকা।
তিনি আরও বলেন, এর সাথে ২৪৯ কোটি ৪২ লাখ ৫২ হাজার ৩৪৯ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়। এতে মোট চুক্তিমূল্য দাঁড়িয়েছে নয় হাজার ৮৩৪ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৩৪৯ টাকা। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিনোহাইড্রো করপোরেশন এই নদী শাসনের কাজ করছে।