পদ্মায় গোসলে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
পাবনায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুর একটার দিকে সদর উপজেলার ভাদুরিয়া ডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- অষ্টম শ্রেণির ছাত্র ছাব্বির হোসেন (১৪) ,তৃতীয় শ্রেণির ছাত্র সিয়াম হোসেন (১০) এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নূর হোসেন (১০)।
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে বাড়ির পাশের আম গাছের সাথে কয়েকজন আর্জেন্টিনার পতাকা টানাচ্ছিল। রোদের সময়ে পতাকা টানাতে নিষেধ করা হলে তখন তারা গাছ থেকে নেমে বাড়ি থেকে গামছা নিয়ে নদীতে গোসল করতে যায়। স্থানীয়রা গিয়ে একজনকে জীবিত উদ্ধার করে। তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
চরতারাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান বাবু বলেন, কয়েকজন বন্ধু মিলে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে চারজন তলিয়ে যায়। একজনকে বাঁচানো গেলেও তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি।
পাবনা সদর থানার ওসি মো. রওশন আলী বলেন, একসাথে গোসলে নেমে তিনজনের মৃত্যু হয়েছে।