সংবাদ শিরোনাম ::
পদবঞ্চিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিক্ষোভ
দেব্রবত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
সচিবালয়ে পদবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন।
বুধবার (৭ আগস্ট) সকালে সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা সচিবের রুম ঘেরাও করে বিক্ষোভ করেন।
এর আগে বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে জড়ো হন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা। পদোন্নতি বঞ্চিত প্রায় ১০০ কর্মচারী একত্রিত হয়ে সভা করেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) রিপন চাকমার দপ্তরে যান তারা।
তারপর তারা আলোচনায় বসেন। তারপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের রুম ঘিরে রেখে স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, আমি সচিবালায়ে আসছি। এরপর বিষয়টি দেখবো।