নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৬ জুলাই) ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে রাত সাড়ে ১২টার দিকে অভিযান শুরু করা হয়।
অভিযানের সময় বিএনপি কার্যালয়ে থেকে ১০০টির বেশি ককটেল, ৫ থেকে ৬ বোতল পেট্রোল, ৫০০টি বাঁশের লাঠি, সাতটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৭ জনকে আটক করেছে ডিবি।
এদিকে, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (১৭ জুলাই) দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। মঙ্গলবার (১৬ জুলাই) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়।
এ সময় তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে মাঠে থাকবে ছাত্রদল। কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক সমাধানের দাবি জানিয়ে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ঢাকা বিশ্বাদ্যালয়ের প্রশাসনের সহায়তায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।