নড়াইলে সনাতন ধর্মালম্বীদের বিক্ষোভ-সমাবেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
দেশব্যাপী সনাতন ধর্মালম্বীদের মন্দিরে হামলা,মুর্তি ভাংচুর, বাড়ীঘরে অগ্নিসংযোগ,ব্যাবসা প্রতিষ্ঠানে লুটপাট, ধর্ষন ও হত্যাসহ সকল সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে নড়াইল জেলা সনাতনী শিক্ষার্থী ও জাগ্রত সনাতন সমাজের উদ্যোগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। এসময় প্রতিবাদ সমাবেশে নির্যাতন বন্ধসহ তাদের ঘোষিত ৮দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সনাতনী ছাত্র সমাজের সমন্বয়ক রাজিব বিশ্বাস, সমন্বয়ক অমিয় চক্রবর্তী,জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পংকোজ সরকার,রনজিৎ টিকাদার, প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ।
আন্দোলণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন মন্ত্রনালয়ে পাঠানোর জন্য। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল চৌধুরী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তাদের। এ সময় নড়াইলে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা,পুলিশ সুপার মেহেদী হাসান উপস্থিত ছিলেন।