নড়াইলে বিশ্ব শিক্ষক দিবসে র্যালিও আলোচনা সভা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
নড়াইলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন,নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় আরোও বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শিল,অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) জুবায়ের আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস,জেলা শিক্ষা জাহাঙ্গীর আলম,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ প্রমুখ।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, জেলার শিক্ষার মান গুণগত উন্নত করতে শিক্ষক সহ সকল কে এগিয়ে আসতে হবে। এসময় বিভিন্ন বিদ্যালয়র প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।