নেপালে বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
উড্ডয়নের সময় ১৯ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট ছাড়া সব আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানটির পাইলট গুরুতর আহত হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি বিমানবন্দরে।
দেশটির চিকিৎসকরা জানান, বিমানটির পাইলট একটি চোখ গুরুতর আঘা পেয়েছে। বুধবার (২৪ জুলাই) সকালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। সকালে সূর্য এয়ারলাইন্সের একটি বিমানে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, নেপালের কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। দুঘংটনার সময় বিমানটিতে এয়ারলাইন্সের কারিগরি কর্মীরা ছিল। তবে কীভাবে বিমানটি দুর্ঘটনায় পতিত হলো তা জানা যায়নি।