নেত্রকোনার ‘জঙ্গি আস্তানা’য় সোয়াট, আরও একটি বাড়ি ঘেরাও
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
নেত্রকোনার ভাসাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে তল্লাশি চালিয়েছে সোয়াট। রোববার (৯ জুন) সকালে এই তল্লাশি চালানো হয়। পাশাপাশি বনুয়াপাড়া নামের জায়গায় আরও একটি বাড়ি ঘেরাও করে স্থানীয়দের সরিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, রোববার (৯ জুন) সকাল ৮টায় পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস টিম (সোয়াট) সদস্যরা ওই বাড়িতে তল্লাশি চালান। তবে বাড়িটি থেকে শনিবার (৮ জুন) পাওয়া গুলি-পিস্তল ছাড়া অন্য কিছু উদ্ধার হয়নি।
নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমদ বলেন, শনিবার (৮ জুন) রাতে সোয়াট সদস্যরা নেত্রকোনায় পৌঁছায়। রোববার (৯ জুন) সকাল থেকে বাড়িটিতে তল্লাশি শুরু করে তারা। নেত্রকোনায় জঙ্গি প্রশিক্ষণ চলত বলে খবর ছিলো। এরমধ্যে কিছু আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বাড়িটি একটি জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহার করা হতো।
অ্যান্টিটেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. সানোয়ার হোসেন এ বিষয়ে জানান, এরমধ্যে কিছু আলামত জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাড়িটিতে জঙ্গি প্রশিক্ষণ দেয়া হতো।