নীলফামারীতে সর্বদলীয় আনন্দ মিছিল
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি সর্বদলীয় আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
বৃহস্পতিবার (৮ আগস্ট) আনন্দ মিছিলে বিএনপি,জামাত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তরা বলেন, সরকারি স্থাপনা ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন-নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি আলমঙ্গীর সরকার,সাধথার সম্পাদক জহুরুল আলম,সদর উপজেলা বিএনপি’র সভাপতি দোলন মাষ্টার, সাধারণ সম্পাদক এ্যাড কাজী আখতারুজ্জামান জুয়েল ও পৌর বিএনপি’র সভাপতি মাহাবুবুর রহমান সাধারণ সম্পাদক এ্যাড আল মাসুদ যুবদল সাইফুল্লা রুবেল সাধারণ সম্পাদক সাহাদত চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুস ছালাম বাবলা ও সাধারণ সম্পাদক মোর্শেদ আজম।
আরও ছিলেন-জামাতের জেলা আমির আব্দুর রশীদ ,ইপজেলা জামাতের আমির আবু হানিফা,ছাত্র শিবিরের শহর শাখার সভাপতি আসাদুজ্জামান এমপি, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নীলফামারী জেলা শাখার সভাপতি ও পৌর কাউন্সিলার মৌলভী ইয়াসিন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান।