নীলফামারীতে কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব পালন করছে পুলিশ
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
নীরফামারীতে চলমান আইনশৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর সদস্যরা কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব পালনে মাঠে নেমেছে। সোমবার (১২ আগষ্ট) দুপুর থেকে সড়কে জেলা পুলিশের মহড়া,থানা সার্বিক কার্যক্রম,রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা,পেট্রোলিং ও চেকপোষ্ট বসানোর কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোকবুল হোসেন।
পাশাপাশি আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না আসা পর্যন্ত সশস্ত্রবাহিনী,র্যাব.বিজিবি ও অনছার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
৫ আগষ্ট (সোমবার) শেখ হাসিনার সরকার পতনের একদফা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতারা আন্দোলনে রাজপথে নেমে আসে।এ আন্দোলনে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা-ধাওয়ায় আর পুলিশের গুলিতে হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের সাথে ছাত্র-জনতার সম্পর্কের অবনতি ঘটলে ছাত্র-জনতা ক্ষোভে ফুসে উঠে। জ্বালিয়ে দেয়া হয় অসখ্যা থানা ও হত্যা করা হয় পুলিশকে।
পুলিশ বাহিনীর সদস্যরা অতঙ্কে আর ক্ষোভে কর্মস্থল ছেড়ে ঘর মুখো হয়ে পড়ে। এরফলে সারা দেশে আইনশৃংঙ্খার চরম অবনতি ঘটে।এ পরিস্থিতি সামল দিতে সশস্ত্রবাহিনী, র্যাব,বিজিবি,আনছার বাহিনীর সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীরা মাঠে নেমে দাযিত্ব পালন করেন তারা।
আন্তর্বতীনকালিন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব)এম সাখাওয়াত হোসেন বলেছেন:পুলিশকে আর লাঠিযাল বাহিনী হিসাবে ব্যবহার করা হবে না,কমিশনের নীতিতে পুলিশ বাহিনীর সদস্যরা চলবে। (১১ আগষ্ট) রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতাল পরিদর্শ কালে একথা বলেন তিনি।
স্বরাষ্ট উপদেষ্টার এ কথায় পুলিশ বাহিনীর সদস্যরা আজ (১২ আগষ্ট) দুপুরে নীলফামারী জেলা পুলিশ কর্মস্থালে ফিরেছেন :বলে জানান পুলিশ সুপার মোকবুল হোসেন।