বৈষম্যবিরোধী আন্দোলন
নিহতদের স্মরণে ফুলবাড়ীতে মোমবাতি প্রজ্জ্বলন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে দিনাজপুরের ফুলবাড়ীতে দোয়া ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার পাদদেশে আয়োজিত দোয়া ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির পূর্বে স্মরণ সভা হয়।
সভায় মো. রাহিম হক বিশালের সঞ্চালনায় বক্তব্য রাখেন-ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক, শ্রমিক নেতা হামিদুল হক, প্রধান শিক্ষক সঞ্চয় কুমার চক্রবর্ত্তী, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক ও সাংবাদিক আজিজুল হক সরকার,শিক্ষক সঞ্জিত প্রসাদ জিতু, সাংবাদিক রজব আলী,অভিভাবক আজমিরা পারভীন,সূচনা পারভীন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন-শিহাব হোসেন,আল হামিম হিমু, উৎপল মন্ডল, তানভীর হোসেন, সুলভ সাহা, গোলাম রাব্বী, সাইদ হাসান শুভ, স্মরণ সরকার প্রমুখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মো. নাজিবুর রহমান।